বধূ-সঙ্গে শচীমাতার গৌরসুন্দরের দর্শনে 'আনন্দ—
পুত্র দেখি’ আই হৈল আনন্দে বিহ্বল।
বধূ-সঙ্গে গৃহে করে গোবিন্দ-মঙ্গল॥
শ্রীশচীদেবী শ্রীনিত্যানন্দ, শ্রীঅদ্বৈত ও শ্রীহরিদাসের সহিত শ্রীগৌরসুন্দরকে প্রত্যাগত দেখিয়া এবং বৈষ্ণবগণকে আনন্দে মত্ত হইয়া কৃষ্ণ-কোলাহলে গৌর-গৃহ মুখরিত করিতে দেখিয়া পরমানন্দিতা হইলেন ।জননী পুত্রবধূর সহিত শ্রীগৌরসুন্দরকে শ্রীকৃষ্ণগীত দ্বারা পরিপূর্ণ দেখিয়া সমধিক আনন্দিত হইলেন ।সাধারণ শ্বশ্রূগণ পুত্রবধূর সহিত পুত্রের মিলনে যেরূপ প্রাপঞ্চিক ভোগ বিচার করেন, তৎপরিবর্তে সকলেরই কৃষ্ণপ্রেমানন্দে গৃহকে গোলোক জ্ঞান করিবার মাঙ্গল্য দেখিয়া শচীমাতা আনন্দ বিহ্বলিতা হইলেন।