অদ্বৈতসঙ্কল্প মহাপ্রভুর হৃদ্গোচর—
সর্ব-বাঞ্ছা-কল্পতরু প্রভু বিশ্বম্ভর।
অদ্বৈত-সঙ্কল্প চিত্তে হইল ,গোচর॥
মহাপ্রভু সকলের বাঞ্ছিত ফল প্রদান করিবার মূল আকর ।তিনি অদ্বৈত প্রভুর সঙ্কল্পিত বাহ্যিক ব্যতিরেক ভাব সকলই বুঝিতে পারেন ।শ্রীঅদ্বৈত প্রভু মহাপ্রভর সেবা করিবার জন্য কায়মনোবাক্যে যত্ন করিয়া যখন প্রভুর গৌরব-বৃদ্ধি দর্শন করিলেন, তখন তাঁহার প্রতিকারোদ্দেশ্যে জ্ঞানের প্রতিষ্ঠা দিয়া ভক্তিকে ক্ষীণপ্রভ করিবার ছলনা করিলেন।