আদি অন্ত আমি পড়িলাম সর্বশাস্ত্র।বুঝিলাম সর্ব-অভিপ্রায়—‘জ্ঞান’-মাত্র॥
সকল শাস্ত্রের প্রথম হইতে শেষ পর্যন্ত পাঠ করিয়া আমি শাস্ত্র-তাৎপর্য ইহাই বুঝিলাম যে, জ্ঞানেরই সর্বশ্রেষ্ঠতা আছে।