মহাপ্রভু, নিত্যানন্দ ও অদ্বৈত—অদ্বয়-জ্ঞানের ধর্ম-সেতু—
অপূর্ব কৌতুক দেখি’ নিত্যানন্দ হাসে।
ধর্মসেতু যেন তিন বিগ্রহ প্রকাশে’॥
শ্রীনিত্যানন্দ, শ্রীঅদ্বৈত এবং শ্রীমহাপ্রভু—এই তিন বিভিন্ন প্রকাশ–অদ্বয়-জ্ঞানধর্মেরই সেতু ।এই তিনের প্রচারিত ধারণা অবলম্বনে জীব অনায়াসে ভবসমুদ্র পার হইতে পারে।