স্নান হইতে প্রত্যাগত মহাপ্রভু পাদ-প্রক্ষালন ও কৃষ্ণ-প্রণাম—
সে সব আনন্দ বেদে বর্ণিবে বিস্তর।
স্নান করি’ প্রভু সব আইলেন ঘর॥
বেদশাস্ত্ৰ জীবের ঔপাধিক জ্ঞানের পরিবর্তে প্রকৃত জ্ঞানের বিস্তারকারী । প্রকৃত শুদ্ধ বাস্তব ধারণা বেদের বর্ণনা হইতেই জীবের হৃদয়ে পরিস্ফুট হয়।