বিষ্ণু-ভক্তি-দর্পণ, লোচন হয়—‘জ্ঞান।চক্ষুহীন জনের দর্পণে কোন্ কাম?॥
বিষ্ণুভক্তি—দর্পণ-সদৃশ, আদর্শ মাত্র ।কিন্তু সেই আদর্শে জ্ঞানরূপ চক্ষুদ্বারা দৃষ্টিসম্পন্ন না হইলে সেই দর্পণের কোন ক্রিয়া নাই ।যদি চক্ষু না থাকে, তাহা হইলে দর্পণ থাকিয়া কি ফল ?