“কিছুকি চাঞ্চল্য মুঞি করিয়াছোঁ শিশু?”
অদ্বৈত বলয়ে,—“উপাধিক নহে কিছু॥”
বিশ্বম্ভর অদ্বৈতকে বলিলেন,— আমি বালচাপল্য করিয়া তোমাকে দণ্ড দিতে অগ্রসর হইয়াছিলাম ।তদুত্তরে শ্রীঅদ্বৈত প্রভু বলিলেন,—আপনার ঐ প্রকার ক্রিয়া কখনই বাস্তবিক নহে ।উহা বস্তুর নিকটে স্থিত নশ্বর ব্যাপার মাত্র ।সুতরাং উহা বাস্তবিকের পরিবর্তে ঔপাধিক মাত্র । আত্মনিষ্ঠার বাস্তবিক মনোনিষ্ঠা ও স্থূলদেহ নিষ্ঠা ঔপাধিক নশ্বর মাত্র অর্থাৎ নিত্য পূর্ণজ্ঞানময় ও নিরবচ্ছিন্ন আনন্দময় নহে, তৎকালিক প্রতীতি মাত্র।