Normal view
Book Lang.: বাংলা
English
संस्कृता वाक्
Translation

শ্লোক 220

Language: বাংলা
Language: English Translation
  • ইন্দ্রিয়জ্ঞানাতীত বিষ্ণু-বৈষ্ণবের কর্মতাঁহাদের কৃপায়ই অধিগম্য—

    দুর্বিজ্ঞেয় বিষ্ণু-বৈষ্ণবের বাক্যকর্ম
    তান অনুগ্রহে সে বুঝিয়ে তার মর্ম

    জগতে যে সকল শব্দ প্রচলিত আছে, সেই সকল শব্দ-প্রাকৃতিক বস্তুর ভাবনির্দেশক ।জাগতিক কর্মসমূহ কর্তার ফলানুসন্ধানে নিযুক্ত ।বিষ্ণুবাক্য ও বৈষ্ণববাক্য সেই প্রকার নহে । তাঁহাদের কর্ম অবিষ্ণু ও অবৈষ্ণবের কর্মের সহিত সমান নহে ।বিষ্ণুবৈষ্ণবের বাক্য ও কর্ম এবং অন্যের বাক্য ও কর্মের সহিত বৈশিষ্ট্য এই যে একটী ইন্দ্রিয়জ্ঞানাধীন, অপরটী ইন্দ্রিয়-জ্ঞানাতীত ।বিষ্ণু বৈষ্ণবের কৃপা হইলেই সেই দুরধিগম্য রাজ্যে প্রবেশাধিকার লাভ হইতে পারে।

Page execution time: 0.0507049560547 sec