‘জ্ঞান’ বিনা কিবা শক্তি ধরে বিষ্ণুভক্তি।
অতএব সবার প্রাণ, জ্ঞান—সর্বশক্তি॥
নির্ভেদ-ব্ৰহ্মানুসন্ধানরূপ জ্ঞানব্যতিরিক্তবিষ্ণুভক্তি কোন শক্তি ধারণ করিতে পারে না ।ভক্তির প্রাণ—জ্ঞান ।জ্ঞানই সর্বশক্তিধর —এরূপ নির্ভেদ জ্ঞান পরিত্যাগ করিয়া, কেহ কেহ নিজ গৃহে ধন পরিত্যাগ পূর্বক বনে, যেখানে ধন নাই, সেখানে ধনের অনুসন্ধান করিতে যায়।