যে তোরে লঙ্ঘিয়া করে মোরে নমস্কার।
সে জন কাটিয়া শির করে প্রতিকার॥
বদ্ধজীবসমূহ ত্রিগুণের আবরণে কর্মসমূহকে প্রাকৃত ভূমিকায় পাড়িয়া ফেলিয়া নিজে ভোক্তৃত্ব ও কর্তৃত্ব গ্রহণপূর্বক যে সেবা বা অহঙ্কার-পরিত্যাগের অভিনয় করে, উহা সেব্যের অপমান মাত্র ।সেবা-রহিত দর্শন-ভোগ্যম্মুখ জীবের হরিসেবা বিমুখতা মাত্র ।তজ্জন্য যে ভক্তির ভান জড়ীয় পিতা, মাতা, বন্ধু, কান্ত প্রভৃতিতে বিহিত হয়, সেইগুলি সেব্য বস্তুকে সেবকরূপে পরিণত করিবার দুষ্টআচরণ মাত্র ।সেবোন্মুখ দর্শন ব্যতীত যে সেবকাভিনয়, উহা সেব্যের শিরশ্চেদন মাত্র অর্থাৎ সেব্যের উপর আধিপত্য বিস্তার।