শৈব-মূর্তির সদুঃখে দ্বারকা-গমন, সুদর্শনের তাহাকে আক্রমণ এবং শৈব-মূর্তির সুদর্শন-স্তব—
শুনিয়া দুঃখিত হৈল মহা-শৈব-মূর্তি।বুঝিলেন ইহার ইচ্ছার নাহি পূর্তি॥