শিবের সুদক্ষিণকে বর-দান, অভিচার-যজ্ঞানুষ্ঠানের উপদেশ ও বৈষ্ণব-বিদ্বেষ নিষেধ—
পরম সন্তোষে শিব বলে—“মাগ বর।
পাইবে অভীষ্ট, অভিচার-যজ্ঞ কর॥
অভিচার যজ্ঞ—অথর্ববেদোক্তমারণ-উচাটনাদি হিংসাকর্ম ।তন্ত্রেও মারণ, মোহন, স্তম্ভন, বিদ্বেষণ, উচাটন, বশীকরণ প্রভৃতি অভিচারের কথা শুনিতে পাওয়া যায় ।এতন্নিবন্ধন দেবীর পূজা ও হোমাদির বিধান আছে।