মুঞি নাহি বলোঁ এই বেদের বাখান।
সুদক্ষিণ-মরণ তাহার পরমাণ॥
শ্রীবেদব্যাস-রচিত পুরাণ-সমূহ আকর বেদশাস্ত্রের ঐতিহ্যের বিস্তৃতি মাত্র ।পুরাণাদি সংস্কৃত ভাষায় লিখিত ।উহাই ঐতিহ্যের সুগম আলোচ্য বিষয় ।প্রাচীন দেবভাষা-লিখিত বেদ সমূহের আদর শ্লথ হওয়ায় এবং সেইগুলি কালের কবলে কবলিত হওয়ায় আর নয়নগোচর হইতেছে না বলিয়া পুরাণগুলিকে বেদ হইতে পৃথক্ জ্ঞান করা অনভিজ্ঞতার পরিচয় মাত্র ।বেদব্যাখ্যামূলে ঐতিহ্য পুরাণে সংগৃহীত হইয়াছে ।সেই পুরাণে (ভাঃ ১০/৬৬ অঃ) সুদক্ষিণের মরণ-বৃত্তান্ত অদ্বৈতের উক্তিসমূহের প্রমাণ বলিয়া জানিতে হইবে।