গৌরবিমুখ ইতর দেবপূজকের তত্তদ্দেবতা কর্তৃক বিনাশ-প্রাপ্তি, দৃষ্টান্ত-স্বরূপ সুদক্ষিণ-উপাখ্যান বর্ণন—
তোমারে লঙিঘয়া যদি কোটি-দেব ভজে।
সেই দেব তাহারে সংহারে কোন ব্যাজে॥
অনৰ্পিতচরী স্বভক্তি-শ্রীর প্রচার-বাসনায় শ্রীভগবানের ভক্তভাবাঙ্গীকার করুণায় অকৃত্রিম আদর্শ ।সেই পুরটসুন্দর-দ্যুতি কদম্ব-সন্দীপিত শ্রীগৌরহরির সেবা পরিত্যাগ করিয়া যে সকল দেবানুভূতিতে প্রেমভক্তির অমর্যাদা দৃষ্ট হয়, তাদৃশ কোটি কোটি দেবগণের মর্যাদা কখনই বিশ্বম্ভরলঙঘন-জনিত অপরাধ প্রশমিত করিতে পারে না ।শ্রীগৌরবিমুখ পণ্ডিতম্মন্য জনগণ যতই না কেন, বিভিন্ন পবিত্র দেবতার পূজায় মত্ত হউন, সেই পূজ্যবস্তু-সকলই তাঁহাদের বিপথগামী স্তাবককে কোন না কোন ছলনায় বিনষ্ট করেন।