মহাপ্রভুর অদ্বৈতকে ক্রোড়ে ধারণ এবং সকলের প্রেমক্রন্দন—
সম্রমে উঠিয়া কোলে কৈল বিশ্বম্ভর।অদ্বৈতেরে কোলে করি’ কান্দয়ে নির্ভর॥