দুর্বাসা না হঙ মুঞি যারে কদর্থিবে।
যার অবশেষ-অন্ন সর্বাঙ্গে লেপিবে॥
আমি তোমার নিত্যদাস, দুর্বাসার ন্যায় ভগবান্ ও ভক্তের নির্যাতনকারী নহি ।যদি আমি দুর্বাসার ন্যায় প্রকৃত প্রস্তাবে হরিভক্তির বিদ্বেষ করিতাম, তাহা হইলে তোমার আমাকে গর্হণ করা উচিত হইত; কিন্তু আমি তোমার ভক্ত পুরাণে উল্লিখিত আছে যে, দুর্বাসার উচ্ছিষ্ট অন্ন ভগবান্ স্বীয় গাত্রে লেপন করিয়াছিলেন।