অজ, ভব, শেষ, রমা করে মোর সেবা।মোর চক্রে মরিল শৃগাল-বাসুদেবা॥
ব্রহ্মা, শিব, অনন্তদেব, লক্ষ্মী প্রভৃতি সকলেই ভগবানেরই সেবা করিয়া থাকেন ।ভগবান্ সুদর্শন-চক্র-দ্বারা শৃগাল বাসুদেবের সংহার করিয়াছিলেন।