“আরে আরে কংস যে মারিল, সেই মুঞি।আরে নাড়া সকল জানিস্ দেখ তুই॥
যিনি কংস বধ করিয়াছিলেন, তিনিই ভগবান্ গৌরসুন্দর-—একথা শ্রীঅদ্বৈতাচার্য ভাল করিয়া জানেন।