ভক্তি প্রকাশিলি তুই আমারে আনিয়া।
এবে বাখানিস জ্ঞান ভক্তি লুকাইয়া॥
শ্ৰীমন্মহাপ্রভুকে ধরাধামে অবতরণ করাইয়া শ্ৰীঅদ্বৈত প্রভু ভক্তির মহিমা প্রকাশিত করিয়াছেন ।কিন্তু এক্ষণে ভগবানের সেবাপ্রবৃত্তিকে আবরণ করিয়া জ্ঞানের ব্যাখ্যায় লোককে প্ররোচনা করায় তাঁহার পূর্ব উদ্দেশ্য নষ্ট হইতেছে,—একথা মহাপ্রভু জানাইলেন।