এত বুড়া বামনেরে, আর কি করিবা?
কোন কিছু হৈলে এড়াইতে না পারিবা॥”
অদ্বৈতপত্নী বলিলেন, অদ্বৈত অতিশয় বৃদ্ধ হইয়াছেন ।শাস্ত্রে ব্রাহ্মণবধের নিষেধ আছে ।অত্যন্ত প্রহার ফলে যদি ব্রহ্মবধ হইয়া যায়, তাহা হইলে তজ্জন্য ঘাতকের অপরাধ হইতে মুক্ত হওয়া সহজসাধ্য হইবে না।