অদ্বৈত বলয়ে,—“সর্বকাল বড় ‘জ্ঞান’।
যার নাহি জ্ঞান, তার ভক্তিতে কি কাম?”॥
মহাপ্রভুর প্রশ্নে জ্ঞান ও ভক্তির তারতম্য-নির্দেশে অদ্বৈতপ্রভু ভক্তি অপেক্ষা জ্ঞানের প্রাধান্য আছে, জানাইলেন এবং জ্ঞানবান্ ব্যক্তির ভক্তিপথে থাকিবার কোন প্রয়োজন নাই, ইহাও বলিলেন।