মহাপ্রভুর আগমনে অদ্বৈতের মায়াবাদ-ব্যাখ্যায় মত্ততা—
ক্রোধমুখ বিশ্বম্ভর নিত্যানন্দ-সঙ্গে।
দেখয়ে, অদ্বৈত দোলে জ্ঞানানন্দ রঙ্গে॥
শ্রীঅদ্বৈতপ্রভু শ্রীগৌরসুন্দরের নিকট হইতে শাসনমুখে প্রচুর কৃপালাভের আশায় ভক্তিবিদ্বেষী মায়াবাদের আদরে দোদুল্যমান হইলেন; সুতরাং মহাপ্রভু নিত্যানন্দের সহিত তথায় আগমন করিয়া ভক্তিবিদ্বেষীর প্রতি ক্রোধ প্রদর্শন করিলেন।