অনন্ত ও মুকুন্দের সহিত গঙ্গায় ভাসমান গৌর-নিত্যানন্দের উপমা—
দুই প্রভু ভাসি’ যায় গঙ্গার উপরে।
অনন্ত মুকুন্দ যেন ক্ষীরোদসাগরে॥
শ্রীগৌরসুন্দরের সহিত মুকুন্দের উপমা, নিত্যানন্দের সহিত অনন্তের সাদৃশ্য—ক্ষীরবারিতে বিষ্ণুর শয়ন; এখানে গঙ্গোদকে গৌরনিত্যানন্দের ভাসমান অবস্থা।