অজ-ভবাদি-স্তুত গৌরসুন্দরে রতিহীন বৈদান্তিকের সন্ন্যাসাদির নৈষ্ফল্য—
অজ, ভব, অনন্ত, কমলা সবর্মাতা।
সবার শ্রীমুখে নিরন্তর যাঁর কথা॥
শ্রীচৈতন্যদেব মায়াবাদী বৈদান্তিকগণের সহিত অসহযোগ নীতি অবলম্বন করিয়া তাহাদের দণ্ড বিধান করিয়াছিলেন ।এরূপ তীব্রদণ্ডে যাহার আতঙ্ক নাই, তাহাদিগকে প্রতিজন্মে যম প্রচুর পরিমাণে শাসন করিয়া থাকেন ।সকল দেবই ভগবানের সেবক, তাঁহারা সর্বদা ভগবানের কথাই গান করিয়া থাকেন ।দেব-দ্বিজসেবাবিমুখ-জনগণ কখনই শ্রীগৌরসুন্দরের পাদপদ্মে আসক্ত হইতে পারেন না ।শ্রীচৈতন্য-পাদপদ্মে অত্যাসক্তি না থাকিলে নিরর্থক; কেবলাদ্বৈত-বিচারপরায়ণ হওয়া সর্বতোভাবে অপ্রয়োজনীয় ।শ্রীমহাপ্রভুর সেবারহিত জনগণের মায়াবাদ-বেদান্তপাঠ, বিষ্ণুভক্তি রহিত হওয়া ও বহির্জগতের ভোগপ্রবৃত্তি হইতে বিরত হওয়া —সকলই অকর্মণ্য ও বৃথা।