গৌরসুন্দরের বৈষ্ণবনিন্দক ব্যতীত সকলকে কৃপা—
সবার করিব গৌরসুন্দর উদ্ধার।
ব্যতিরিক্ত বৈষ্ণব-নিন্দক দুরাচার॥
জগতের সকলের উদ্ধার-কামনায় শ্রীগৌরসুন্দরের ভক্তিপ্রচার-কাৰ্য, কিন্তু দুরাচার মায়াবাদী বৈষ্ণবনিন্দকের উদ্ধারে মহাপ্রভুর করুণা ছিল না ।তিনি বরং স্ত্রৈণ-মদ্যপের আতিথ্য-গ্রহণের লীলাভিনয় করিলেন, তথাপি বৈষ্ণববিদ্বেষী মায়াবাদী বৈদান্তিককে স্বীয় স্বরূপ-দর্শনের সৌভাগ্য দিলেন না।