Normal view
Book Lang.: বাংলা
English
संस्कृता वाक्
Translation

শ্লোক 106

Language: বাংলা
Language: English Translation
  • বিশ্বরূপক্ষৌরের দিবস দুই আছে
    লুকাইয়া চলিলা
    , দেখয়ে কেহ পাছে

    বিশ্বরূপ ক্ষৌর—একদণ্ডী যতিগণের দুইমাস অন্তর পূর্ণিমা তিথিতে ক্ষৌরকার্য বিহিত হয় ।চাতুর্মাস্যর মধ্যভাগে অর্থাৎ দুইমাস অন্তে যে ক্ষৌর হয়, উহা ‘বিশ্বরূপ ক্ষৌর’ নামে প্রসিদ্ধ ।চাতুর্মাস্য-বিধিতে ক্ষৌরাদি ভোগ নিষেধ ।কিন্তু প্রত্যেক দুইমাস অন্তর ক্ষৌরাদি পালন করিতে গিয়া শ্রাবণ ও ভাদ্র মাসের পূর্ণিমা-দিবসে একদণ্ডী যতিগণের বিশেষ ক্ষৌর-বিধি আছে ।তাহাতে তাঁহাদের চাতুর্মাস্য-ব্রত ভঙ্গ হয় না ।বিশ্বরূপ-ক্ষৌরান্তে শ্রীগুরুপূজা ও গীতার বিশ্বরূপ-অধ্যায় পাঠ প্রভৃতি আনুষ্ঠানিক কৃত্য আছে ।ভাদ্র শুক্লা ত্রয়োদশী-দিবসে মহাপ্রভু গোপনে লোকদৃষ্টির অন্তরালে তথা হইতে চলিয়া গেলেন ।সন্ন্যাসিগণ জানিতেন যে, বিশ্বরূপ-ক্ষোরের দিবস তাঁহারা শ্রীচৈতন্যদেবের দর্শন পাইবেন ।সন্ন্যাসিগণের ধারণা —শ্রীচৈতন্যদেব তাঁহাদের ন্যায় মায়াবাদী সন্ন্যাসী, সুতরাং বিশ্বরূপ-ক্ষৌরদিবসেও তিনি অন্যত্র গোপনে চলিয়া গেলেন জানিয়া তাঁহারা নৈরাশ্য-সাগরে পতিত হইলেন।

Page execution time: 0.0371680259705 sec