শ্রীশ্রীগৌরসুন্দরের জয়গান—
জয় বিশ্বম্ভর সর্ব-বৈষ্ণবের নাথ।
ভক্তি দিয়া জীবে প্রভু কর আত্মসাৎ॥
বিশ্বম্ভর জগতের পালক ।তিনি সকল ভক্তি-যাজনের বিষয় ।বদ্ধজীব ভোগপ্রবৃত্তিতে চালিত হইয়া শুদ্ধসেবা ভুলিয়া গিয়াছে ।ভগবান্ জীবের সেবোম্মুখ-প্রবৃত্তিমূলে সেব্য হইয়া সেবা গ্রহণ না করিলে জীবের স্বাভাবিক ভোগপ্রবৃত্তি প্রবলা হয় ।সেজন্য করুণাময় প্রভু বিষয়বিগ্রহ হইয়া, আশ্রিতের বিভিন্নাংশ জীবের সেবা করিবার সুযোগ প্রদান পূর্বক নিজের বলিয়া তাহাকে গ্রহণ করেন।