নয়নের জলে পত্র লিখয়ে আপনে।পৃথিবী হইল পত্র, অঙ্গুলী কলমে॥
শ্রীগৌরসুন্দর রুক্মিণীর ভাবে বিভাবিত হইয়া অশ্রুজল বিসর্জন করিতে লাগিলেন।সেই অশ্রুজল মসীর স্থান অধিকার করিল, মহীপৃষ্ঠ পত্র বা কাগজের স্থান পাইল আর হস্তের অঙ্গুলী লেখনী বা কলমের কার্য করিল।