চৈতন্য-মায়া-নিগূঢ়া—
হেন সে চৈতন্য-মায়া পরম গহন।
তথাপিহ কেহ কিছু না বুঝে কারণ॥
শ্রীচৈতন্যদেবের মায়া—পরম গূঢ়া। গৌরভোগি-সম্প্রদায়ের হৃদয়ে (গৌরসুন্দরকে ভোগ্যজ্ঞানে তাঁহার নিকট হইতে সেবা গ্রহণ করায় অর্থাৎ আপনাদিগকে নাগরী প্রভৃতি জানায়) ভক্তির লেশমাত্র নাই—একথা শ্রীচৈতন্যদেব মূঢ়জনগণকে জানিতে দেন নাই।