নাচিল জননী-ভাবে ভক্তি শিখাইয়া।
সবার পূরিল আশা স্তন পিয়াইয়া॥
লোকশিক্ষার জন্য চিচ্ছক্তি ও মায়াশক্তির ক্রিয়াসমূহ প্রদর্শন করিয়া বদ্ধজীবের সুপ্তা নিত্যাবৃত্তি ভক্তি শিক্ষা দিয়াছিলেন। জড়জগতে প্রয়োজনীয় আহার্যদান এবং স্বরূপানুভূত আত্মার ভগবানের নিকট হইতে সেবা গ্রহণ করিবার পরিবর্তে ভগবানের সেবা করার বিচার জানাইয়াছিলেন।