এত পরিহারেও যে পাপী নিন্দা করে।
তবে লাথি মারোঁ তার শিরের উপরে॥
প্রাক্তন- কর্মবিপাকে যাহারা পাপপ্রবণ-চিত্ত, সেইসকল ব্যক্তি শ্রীনিত্যানন্দ-বলদেবতত্ত্ব এবং তাঁহার অলৌকিক ক্রিয়া-সমূহ বুঝিতে না পারিয়া নিন্দা করে।সেরূপ গর্হণযোগ্য পাপ-পরায়ণের বিচার-সৌষ্ঠব অত্যন্ত ঘৃণা ও নিন্দার্হ বুঝাইবার জন্যই গ্রন্থকার কর্তৃক শিরোদেশে পদাঘাতের কথা বর্ণিত হইয়াছে।বৈষ্ণবের নিকট ঐরূপ শাসনা লাভ করিলে হরিসেবাবিমুখগণের পরম সৌভাগ্যোদয় হয়, কিন্তু সাধারণ মুর্খলোক তাহা বুঝিতে পারে না।