নিখিল ব্ৰহ্মণ্ডে যত স্থূল-সূক্ষ্ম আছে।
সব চৈতন্যের রূপ-ভেদ করে পাছে॥
মায়াশক্তিপরিণত জগতে গুণভেদে যে স্থূল ও সূক্ষ্ম অঙ্গ উৎপত্তি লাভ করিয়াছে, সে-সবগুলি চেতনের মুখ্য ও গৌণ শক্তি বিচিত্রতারূপে পরিগণিত।লীলা ও ক্রিয়াতে বৈশিষ্ট্য আছে। অখণ্ডকাল ও খণ্ডকালের বিচারভেদে প্রাকৃত ও অপ্রাকৃত বিবিধ শক্তি অবস্থিত।ব্যক্তিবিশেষে অবস্থাভেদে অন্বয় ও ব্যতিরেকভাবে তাঁহার সহিত সেইগুলির সম্বন্ধ।