সত্য করিলেন প্রভু আপনার গীতা।
“আমি পিতা, পিতামহ, আমি ধাতা, মাতা ॥”
ভগবান্—বাস্তব বস্তু।ভগবদংশ জীবের সহিত ভগবানের নিত্য সম্বন্ধ।ভগবান্—বিভুচিৎ, তাঁহার সহিত সম্বন্ধবিশিষ্ট অণুচিৎসকল আশ্রয়জাতীয়া শক্তির অংশবিশেষ।দেশ-কাল-পাত্ৰবিচারে ভগবানের বিভিন্ন শক্তি-পরিচালনা তাঁহারই মায়াশক্তির কার্য;এই সকল কথা প্রদর্শনকাল্পে জীবের মায়িক পরিচয়ের সহিত স্বরূপ-লক্ষণে সম্বন্ধ না থাকিলেও তটস্থ-লক্ষণে সম্বন্ধ সকল বর্তমান, ইহাও বলিলেন।