প্রেমানন্দে রাত্রি গত হইলে নৃত্যাবসান-হেতু সকলের দুঃখ—
আনন্দে সকল লোক বাহ্য নাহি জানে।হেনই সময়ে নিশি হৈল অবসানে॥