তোমার মায়ায় মগ্ন সকল সংসার।
তুমি না রাখিলে মাতা কে রাখিবে আর॥
ভক্তিহীন জগৎ তোমার মায়ায় আবদ্ধ হইয়া সংসারে ভ্রমণ করিয়া কষ্ট পায়।সেব্যা সূত্রে তুমি তাহাদিগকে রক্ষা না করিলে সেই অবোধ পুত্রগণ তোমাকে পূজ্যা-বুদ্ধি করিতে পারে না, তৎফলে তাহারা অষ্টপাশে আবদ্ধ হইয়া ভগবানে শরণাগত হইতে পারে না।