তুমি শ্রদ্ধা বৈষ্ণবের সর্বত্র-উদয়া।
রাখহ জননী দিয়া চরণের ছায়া॥
বিষ্ণুভক্তিপরায়ণ সেবোন্মুখজনের নিকট তুমি শ্রদ্ধারূপে উদিতা হইয়া জীবের ভক্তি বৃদ্ধি করাও।তুমি যাহাদের প্রতি নির্দয়া হও, তাহাদিগকে কৃষ্ণ-সেবা-বিমুখ করাইয়া ভোগকামনায় প্রমত্ত করাও।তখন তাহারা তোমাকে তাহাদের কামনা তর্পণকারিণীরূপে মাত্র জানে।কিন্তু তুমি যাঁহাদিগকে দয়া কর, তাঁহাদিগের শুভানুধ্যায়ীনী হইয়া ভোগ্যা হইবার পরিবর্তে সেব্যা হও।