তুমি সে করাহ ত্রিজগতের সৃষ্টি স্থিতি।
তোমা না ভজিলে পায় ত্রিবিধ দুর্গতি॥
তোমার চিন্ময়ী শক্তি বৈকুণ্ঠে নিত্যাবস্থিত হইলেও স্বর্গ, মর্ত্য ও পাতাল প্রভৃতি লোকে সৃষ্টি, স্থিতি ও লয় সাধন করিয়া নশ্বরতা উৎপাদন করে।তোমার চিন্ময়ী শক্তির অধীনে সেবা-পরায়ণা না হইলে জীবআধ্যাত্মিকাদি ত্রিবিধ দুর্গতি লাভ করে।