সাধু-জন-গৃহে তুমি লক্ষ্মী-মূর্তিমতী।
অসাধুর ঘরে তুমি কালরূপাকৃতি॥
ভগবৎসেবা-পরায়ণ বৈষ্ণবের গৃহে তুমি মূর্তিমতী লক্ষ্মী হইয়া বিরাজমানা, আর বিষ্ণুসেবা-রহিত ভোগীর গৃহে তুমিই সেই জীবকে অশেষ প্রকার বন্ধনে আবদ্ধ করিয়া তোমার আবরণী ও বিক্ষেপাত্মিকা বৃত্তিদ্বয়দ্বারা বিমোহিত ও খণ্ডকালাধীন করিয়া তাহাদিগকে বিনষ্ট কর।