জলরূপে তুমি সর্ব-জীবের জীবন।
তোমা সঙরিলে খণ্ডে অশেষ বন্ধন॥
তুমি—অদ্বিতীয় চিচ্ছক্তি হইয়াও প্রকাশবিশেষে প্রাকৃতজগতের জননী।তোমার প্রকাশভেদে এই ধরণী বদ্ধজীবের মাতৃরূপে পরিদৃষ্টা হন।তুমি জলরূপে সকল জীবের জীবনস্বরূপ।তোমার চিন্ময়ী শক্তির স্মরণ করিলে জীব অশেষপ্রকার মায়াশক্তিপরিণত জাগতিক ধারণা হইতে বিমুক্ত হইয়া বিবর্ত পরিহার করিতে সমর্থ হয়।