ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরে তোমার মহিমা।
বলিতে না পারে, অন্যে কেবা দিবে সীমা॥
তুমি—অনন্তকোটি ব্রহ্মাণ্ডের ঈশ্বরী, তোমার শক্তির প্রভাবেই যুগোচিত ধর্ম সংরক্ষিত হয়।আধিকারিক জন্ম-স্থিতি লয়ের দেবত্রয় তোমার মহিমা গান করিতে অসমর্থ।সুতরাং তাঁহাদের অনুগত জনগণ তোমার মহিমার সীমা-নিরূপণে কিরূপে সমর্থ হইবে?।