মালশী রাগ
‘জয় জয় জগতজননী মহামায়া।
দুঃখিত জীবের দেহ’ রাঙ্গা-পদছায়া॥
জগজ্জ্বননী মহামায়া ঐহিক ভোগপর জীবগণকে নানা প্রকার ক্লেশ প্রদান করেন।এই ক্লেশ হইতে মুক্ত হইবার জন্য তাঁহারা তাঁহার শরণাপন্ন হন, কিন্তু সেইকালে তাঁহারা বুঝিতে পারেন না যে, প্রকৃত প্রস্তাবে তাঁহাদের ক্লেশ হইতে মুক্ত হইবার পর কিরূপ অবস্থায় অবস্থিতি ঘটিবে।ভগবৎপ্রপন্নজনগণই মহামায়া আদ্যাশক্তির নিকট কৃষ্ণসেবা প্রবৃত্তি লাভ করেন।ঐকান্তিক কৃষ্ণ-সেবাপ্রভাবেই যে আত্যন্তিক দুঃখের নিবৃত্তি হয়,—ইহা কেবল তাঁহারাই বুঝিতে পারেন।নন্দগোপসুতের সেবাই যে জীবের পরমহিতকারী, ইহাই কাত্যায়নীর নিকট প্রার্থনীয় বিষয় হয়।