কেহ পড়ে লক্ষ্মী-স্তব, কেহ চণ্ডী-স্তুতি।
সবে স্তুতি পড়ে যাহার যেন মতি॥
সাত্ত্বিক অহঙ্কারে অবস্থিত জনগণ শ্রীগৌরসুন্দরের শক্তিবেষ দর্শন করিয়া তাঁহাকে ‘নারায়ণী মহালক্ষ্মী’ জানিয়া স্তব করিতে লাগিলেন।কেহ বা তামসাহঙ্কারের অভিমানে চণ্ডিকা-স্তোত্ৰদ্বারা তাঁহার অভিনন্দন করিলেন।