Normal view
Book Lang.: বাংলা
English
संस्कृता वाक्
Translation

শ্লোক 154

Language: বাংলা
Language: English Translation
  • আদ্যাশক্তি-বেষে নাচে প্রভু গৌরসিংহ
    সুখে দেখে তাঁর যত চরণের ভৃঙ্গ

    আদ্যাশক্তি—আধ্যক্ষিক-বিচারে বহিরঙ্গাশক্তিপরিণত জগতে মূলশক্তিকে ‘আদ্যাশক্তি’ বলা হয়। খণ্ডকালের অভ্যন্তরে পূর্বাপর-বিচারে ব্রহ্মাণ্ডজননী ‘আদ্যাশক্তি’ নামে পরিচিত।নিত্যশক্তিমত্তত্ত্ব ভগবানের শক্তির ত্রিবিধ পরিচয় পাওয়া যায়। নশ্বর জগৎ-পরিচালনী শক্তি, উদ্ভাবনী শক্তি ও বিনাশিনী শক্তি—ভগবানের বহিরঙ্গাশক্তি মাত্র।উহা আবরণী ও বিক্ষেপাত্মিকা বৃত্তিদ্বয়ের পরিচালিকা। এতদ্ব্যতীত ভগবানের অন্তরঙ্গা শক্তি— নিত্যবৈকুণ্ঠজগতের প্রকাশকারিণী।বহিরঙ্গাশক্তিপরিণত জগতে পঞ্চক্লেশ ও গুণত্রয়ের পরস্পর বিবদমান অবস্থায় অবস্থিতি; কিন্তু অন্তরঙ্গাশক্তিপরিণত নিত্য স্বপ্ৰকাশশীল জগতে আনন্দময়ী অবস্থার বিরাম নাই। এই অন্তরঙ্গা ও বহিরঙ্গা শক্তিদ্বয়ের অভ্যন্তরে লক্ষিতব্যা আরও একটি শক্তি আছে—যাহা কখনও অন্তরঙ্গা শক্তির অধীন, কখনও বা বহিরঙ্গা শক্তির অনুসরণে ব্যস্ত।

    ভগবান্ গৌরসুন্দর আদ্যাশক্তির কার্যাবলী গ্রহণ করিয়া লাস্য-প্রদর্শনের অভিনয় করিলেন।অন্তরঙ্গা শক্তির প্রকাশ রুক্মিণীর সজ্জায় ভগবদুপাসনা প্রকট করিয়া পথিক দর্শনে সেই শক্তিরই জাগতিক অনুবন্ধ প্রদর্শন করিলেন।

Page execution time: 0.0373549461365 sec