প্রভুর আদ্যাশক্তি-বেষের উদ্দেশ্য—
ব্যপদেশে মহাপ্রভু শিখায় সবারে।
পাছে মোর শক্তি কোন জনে নিন্দা করে॥
নিঃশক্তিক মায়াবাদ আধ্যক্ষিক বিচারে পরিপুষ্ট।বিষ্ণুশক্তিকেও রুদ্রশক্তিজ্ঞানে নির্বিশেষবাদী শক্তি পরিহার করেন।জড় সবিশেষবাদী ব্রহ্মাণ্ডভাণ্ডোদরী জগজ্জননী মহেশমোহিনীকে প্রাপঞ্চিক সুখদুঃখের অধিষ্ঠাত্রী জানিয়া দোষারোপ করে।অন্তরঙ্গা স্বরূপশক্তিকে কেহ মায়াশক্তির সহিত ‘অভিন্ন’-জ্ঞানে নিন্দা না করে—এই বিচার করিয়া শ্রীগৌরসুন্দর জীবশিক্ষার জন্য শক্তি-শক্তিমানের অভেদত্ব জানাইবার উদ্দেশে রুক্মিণীর সেবাভিনয় করিয়াছিলেন।