কখনও বলয়ে “দ্বিজ, কৃষ্ণ কি আইলা ?”
তখন বুঝিয়ে যেন বিদর্ভের বালা॥
বিদর্ভের বালা —বিদর্ভরাজনন্দিনী রুক্মিণী।
পত্রসহ শ্রীকৃষ্ণসমীপে প্রেরিত ব্রাহ্মণ প্রত্যাবর্তন করিলে রুক্মিণী যেরূপ তাঁহার নিকট শ্রীকৃষ্ণাগমন-বিষয়ক প্রশ্ন করিয়াছিলেন, মহাপ্রভুও রুক্মিণীর ভাবে বিভাবিত হইয়া তদ্রূপ উক্তি করিলেন।