হেন কর প্রভু মোরে দাস্যভাব দিয়া।
চরণে রাখহ দাসী-নন্দন করিয়া॥”
শ্রীঅদ্বৈত-প্রভু বলিলেন,—সকল ভক্তকে নিজ সেবক বলিয়া অভিমান করায় এবং আমাকে বহির্জগতে সম্মান দেওয়ায় যে-সকল অবৈধ-কার্যের জন্য আমার প্রতি দণ্ডবিধান, সে-সকলই আমার দুর্দৈবের জ্ঞাপন মাত্র। আমার সর্বস্ব লইয়াও আমাকে যে আপনার দুঃখ প্রদান, তাহা আপনার বৈভব-প্রসাদ মাত্র। তাহা না করিয়া আমাকে সর্বদা ‘ভূত্য’-বুদ্ধিতে দর্শন করুন, ইহাই প্রার্থনা। যেরূপ ঐশ্বর্যসম্পন্ন গৃহস্বামিগণের গৃহে দাসীপুত্রগণ অবস্থান করে, আমাকেও সর্বদা সেইরূপ সেবক জ্ঞান করুন, ইহাই আমার প্রার্থনা।