মহাপ্রভুর নবদ্বীপনগরে গূঢ়ভাবে সংকীর্তন-লীলা—
হেনমতে নবদ্বীপে প্রভু বিশ্বম্ভর।গূঢ়রূপে সংকীর্তন করে নিরন্তর॥
গূঢ়রূপে—গুপ্তভাবে, আপনাকে না জানাইয়া।