কৃষ্ণভক্তের স্বরূপ, কৃষ্ণের ভক্তবাৎসল্য ও ভক্ত-নিগ্রহানুগ্রহের অধিকার—
কৃষ্ণের সেবক-সব কৃষ্ণশক্তি ধরে।
অপরাধী হইলেও কৃষ্ণ শাস্তি করে॥
যঁহারা কৃষ্ণেতর নশ্বর বস্তু-বৈচিত্র্য হইতে মুক্ত হইয়াছেন, কৃষ্ণেজ্ঞান ও কৃষ্ণসান্নিধ্য লাভ করিয়াছেন, তাঁহারা কৃষ্ণভজন হইতে কোন মূহূর্তের জন্যও বিচ্যুত হন না। সর্বশক্তিমান্ কৃষ্ণ নিজসেবককে সর্বতোভাবে রক্ষা করেন। কৃষ্ণ—নিগ্রহানুগ্রহের একমাত্র অধিনায়ক। তিনি অপরাধপ্রবণ আধ্যক্ষিক চিত্তকে শাসন দণ্ডের দ্বারা তিরস্কৃত করেন।ভগবানের অনুগ্রহ-দণ্ড লাভ করিয়া জীব অপরাধ-মুক্ত হন।