মায়াগ্রস্ত জীবের অদ্বৈত-সম্বন্ধে বিচার—
চৈতন্যের প্রেমপাত্র শ্রীঅদ্বৈত-রায়।এ সম্পত্তি ‘অল্প’-হেন বুঝয়ে মায়ায়॥
মায়াগ্রস্থ জীব মহাপ্রভুর প্রেমভাজন অদ্বৈত-প্রভুকে ‘অল্পধনে ধনী’ জ্ঞান করে।