মহাপ্রভুর হরিধ্বনি, ভক্তগণের কৃষ্ণকীর্তন এবং গৌর-নিত্যানন্দ-অদ্বৈতাদির নৃত্য—
‘হরিবোল’ বলি’ উঠে প্রভু বিশ্বম্ভর।চতুর্দিকে বেড়ি' সব গায় অনুচর॥